fbpx
Covid-19 Blog

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আপনার স্মার্টফোনকে কিভাবে রক্ষা করবেন?

By October 10, 2020October 13th, 20204 Comments

How-to-protect-your-smartphone-from-corona-virus-blog-ifixoo
করোনা ভাইরাস (কোভিড-১৯) আমাদের জন্য এক আতঙ্কের নাম। বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসের সাথে লড়াই করছে। এখন পর্যন্ত সারা বিশ্বে 37,217,481 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, 1,074,078 মানুষ করোনা ভাইরাসে মারা গিয়েছে। WHO অনেক আগেই কভিড-১৯ কে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। আমরা ইতোমধ্যে জেনে গিয়ে গিয়েছি কোভিড-১৯ থেকে রক্ষা পেতে কি কি প্রাথমিক পদক্ষেপ নিতে হয়। মাস্ক পরা, হাত ধোওয়া, দূরত্ব বজায় রাখা ইত্যাদি আমরা সবাই কম-বেশ জানি। দৈনন্দিন জীবনে স্মার্টফোন আমাদের নিত্য দিনের সঙ্গী, এক গবেষণায় দেখা গিয়েছে স্মার্টফোন থেকে কোভিড-১৯ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি! কিন্তু আমরা কি জানি কিভাবে আমাদের স্মার্টফোনকে কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করবো? নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য কোভিড-১৯ সংক্রমণ থেকে কিভাবে আপনার স্মার্টফোনকে নিরাপদ রাখা যায় তা জানা খুবই জরুরি। এই ব্লগে আমরা সেঠাই তুলে ধরার চেষ্টা করেছি।

০১। আপনার স্মার্টফোনে তুলার সাথে স্যানিটাইজার মিশিয়ে ভালো করে পরিষ্কার করুন , এটা প্রত্যেকদিনের রুটিন মাফিক করুন। 

০২। ফোন পরিষ্কার করার আগে এবং ফোন পরিষ্কার করার পর ভালো করে হাত ধুতে ভুলবেন না। 

০৩ । আপনার ফোনে স্ক্রীন প্রটেক্টর ব্যবহার করুন , তাহলে স্যানিটাইজার দিয়ে ফোন পরিষ্কার করলে ডিসপ্লেতে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবেনা। 

০৪ । হেডফোন অথবা এয়ারফোন ব্যবহার করুন, এতে আপনার মুখমণ্ডল ফোন থেকে দূরে থাকবে এবং আপনার ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। হেডফোন অথবা এয়ারফোন ব্যবহার করার আগে ওইগুলো স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে ভুলবেন না।  

০৫ । আপনার ফোন যেন অন্য কেউ ব্যবহার না করে এই ব্যাপারে  সতর্ক থাকুন। ঠিক তেমনি আপনিও অন্যর ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

ধন্যবাদ,

টিম আইফিক্সো

আমাদের সম্পর্কে

মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার সহ যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইসের সার্ভিসিং, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিপেয়ারিং, ফোন আনলকিং আর ডাটা রিকভারি পাচ্ছেন একই প্ল্যাটফর্মে। অভিজ্ঞ টেকনিশিয়ান এবং কর্মনিষ্ঠ ডেলিভারিম্যানদের সমন্বয়ে তৈরি ifixoo টিম আপনার যেকোনো ইলেকট্রনিক সমস্যার সমাধান করবে নিমিষেই!

রিপেয়ার করিয়ে নিন যেকোনো ডিভাইস

4 Comments

Leave a Reply

করোনা ভাইরাস এর কারণে ডেলিভারী চার্জ সম্পূর্ণ ফ্রি! ঘরে থাকুন, সুস্থ থাকুন।

ঠিকানা

৭০, সাগরদিঘীরপাড়, সুবিদবাজার, সিলেট ৩১০০

ফোন: +8801704572883
ইমেইল: ifixoobd@gmail.com